‘এতটা নিম্নপর্যায়ে কীভাবে নামে?’— রাকিবকে কড়া জবাব জবি শিবির সভাপতির

রাকিবুল ইসলাম রাকিব ও আসাদুল ইসলাম
রাকিবুল ইসলাম রাকিব ও আসাদুল ইসলাম  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এক বিতর্কিত বক্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসাদুল ইসলাম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান।

শিবির সভাপতি তার পোস্টে বলেন, ‘একটি বৃহৎ, ত্যাগী ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের নেতৃত্ব থেকে ছাত্রসমাজ সবসময় দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি। আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে সেটাই প্রমাণ করেছেন।’

তিনি অভিযোগ করেন, তাকে উদ্দেশ্য করে ভিত্তিহীন ও অবমাননাকরভাবে ‘ছাত্রলীগ’ বলে মন্তব্য করা হয়েছে, যা তিনি ঘৃণ্য ও মানহানিকর বলে উল্লেখ করেন। তিনি বলেন,
‘আপনার মন চাইলো অমনি আমাকে ‘ছাত্রলীগ’ বলে দিলেন? এতটা নিম্নপর্যায়ে কীভাবে নামা যায় তা আমার জানা নেই। আমি এই ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

শিবির সভাপতি আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে বলছি, এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য আপনি অবিলম্বে প্রত্যাহার করুন। নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে, অন্তত চুপ থাকুন। জুলাই বিপ্লবোত্তর ছাত্রসমাজ আপনার এই ঘৃণ্য ও বেপরোয়া বক্তব্য কখনওই মেনে নেবে না।’

ছাত্রদল সভাপতি রাকিবকে সতর্ক করে জবি শিবির সভাপতি বলেন, ‘দয়া করে একটি ডানপন্থী, আদর্শবাদী ছাত্রসংগঠনকে এভাবে সমূলে বিনাশ করবেন না।’


সর্বশেষ সংবাদ