আজ পর্যন্ত ছাত্রলীগের কাউকে পুলিশে দিতে পারেনি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা: রাকিব

১৭ মে ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৭:২৮ PM
বক্তব্য রাখছেন ছাত্রদল সভাপতি রাকিব

বক্তব্য রাখছেন ছাত্রদল সভাপতি রাকিব © সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে তা অধিকাংশ প্রতিহত করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শুধু তাই নয়, তাদেরকে আটক করে পুলিশের হাতেও সোপর্দ করা হয়েছে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেছেন, ‘যারা কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ায় ও ১৯৭১ সালের পরাজিত শক্তির দোসর, তারা আজকের দিনেও নিজ ছাত্রসংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে। সেই গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, জুলাই-আগস্টের আন্দোলনের বাস্তবতায় দেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এরপর তারা দেশের বিভিন্ন স্থানে মিছিল করার চেষ্টা করলে তা অধিকাংশ প্রতিহত করেছে ছাত্রদলই। শুধু তাই নয়, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দও করা হয়েছে। গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, দেশে আজকের দিন পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মীকেও তারা পুলিশে দিতে পারেনি।’

আজ শনিবার (১৭ মে) বিকেলে খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। খুলনা ও বরিশাল বিভাগের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

আর পড়ুন: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক, তাকে বিদায় করুন: সালাহউদ্দিন আহমদ

গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে রাকিব বলেন, ‘ছাত্রলীগের মিছিলকে দেখে তারা ভয় পায়। ছাত্রলীগের মিছিলের ভয়ে তারা তাদের পরিচয় লুকিয়েে এখনও তারা সোশ্যাল মিডিয়ায় ছাত্রদলের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা ভেবেছে, ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের থেকে দূরে সরানো যাবে এবং বিভ্রান্ত করা যাবে। কিন্তু গত ৯ মাসেও তারা সফল হয়নি। আমরা দেখিয়ে দিয়েছি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে তাদের সাথে নিয়ে ছাত্রদল রাজনীতি চালিয়ে যাচ্ছে।’

রাকিব আরও বলেন, ‘খুলনায় (কুয়েট) যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সম্পূর্ণ দায়ভার ওই গুপ্ত সংগঠনের। ধৈর্য ও সহনশীলতার সাথে আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করেছি।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘আমরা ছাত্রলীগের বিচারের দাবিতে প্রতিটি ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস পালন করেছি। সামনেও পালন করবো। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসন এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। তাদের বিচার আমরা নিশ্চিত করবো রাজপথে সংগ্রামের মাধ্যমে।’

সন্ত্রাসবিরোধী মামলায় খালাস পেলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেবে বিএনপি’
  • ১২ জানুয়ারি ২০২৬
নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলাবে জিমেইলের নাম
  • ১২ জানুয়ারি ২০২৬
চার্জশিট গ্রহনের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, তিন আইনজীবী নিয়োগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, আবেদন শেষ ১৬ জা…
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9