৩৬ জুলাই কোনো ক্যালেন্ডারে নেই: দ্যা রেড জুলাই

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

৩৬ জুলাই কোনো ক্যালেন্ডারে নেই, তাই ৫ আগস্টকে স্বাধীনতা দিবস করার দাবি জানিয়েছেন দ্যা রেড জুলাইয়ের সদস্য সচিব মো. সজিব হোসেন। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মো. সজিব হোসেন বলেন, ‌‘৩৬ জুলাই কোনো ক্যালেন্ডারে নেই। আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। ভবিষ্যতে বাতিল করাও সহজ হবে। তাই ৫ আগস্ট হোক সেই দিন, যেদিন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছিল এবং স্বৈরাচার মুক্ত হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘জুলাই মাস চলছে; কিন্তু দেখুন জুলাই এখনো বিক্রি হচ্ছে। একদিকে আছে একে অপরের দিকে আক্রমণাত্মক মনোভাব, অন্যদিকে ক্রেডিটবাজির উৎসব। কে কতটুকু নিজের নামে নিতে পারে সেই চেষ্টায় ব্যস্ত সবাই।’

তিনি বলে, ‘কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। এ নিয়ে তেমন কেউ কথা বলছে না, এমনকি অন্তর্বর্তী সরকারও না। শুধু কিছু প্ল্যাটফর্ম চেষ্টা করছে। কিন্তু এটি যথেষ্ট নয়। মনে রাখবেন, জুলাই যদি হারিয়ে যায়, বিপ্লবীদের অস্তিত্ব সংকটে পড়বে।’

দ্যা রেড জুলাইয়ের সদস্য সচিব বলেন, ‘সরকার যদি সত্যিই আন্তরিক হত, তাহলে এতদিনে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করত।শহীদদের তালিকা হত, আহতদের সম্মানজনক স্বীকৃতি থাকত, পরিবারগুলো পেত সম্মান। কিন্তু আজও কিছুই হয়নি।’

এ সময় তিনি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল- জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারকেই দিতে হবে; সেটি ৫ আগস্টের মধ্যে দিতে হবে এবং  তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে; ৩৬ জুলাই নয়, ৫ আগস্ট হবে স্বাধীনতা দিবস।

অন্তর্বর্তীকালীন সরকারকে আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে যদি ঘোষণা না আসে ছাত্রজনতা রাস্তায় নামবে। আর তখন কী হবে, তা সামাল দিতে পারবেন না।’


সর্বশেষ সংবাদ