বৈষম্যবিরোধীদের দাবির মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:৫৫ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৯:০৭ PM
ছাত্রদের আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান কর্মসূচির জেরে এ সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম শান্তু। তিনি বলেন, ‘ওসি আবু জায়েদ নূরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।’
পুলিশ প্রশাসনের এই সিদ্ধান্তে আন্দোলনকারীরা সন্তোষ প্রকাশ করলেও তাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।