ছাত্রলীগ-আওয়ামীলীগের বিচারের দাবিতে বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ১০:৫১ PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী শিক্ষক-কর্মকর্তাদের ‘বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় প্রশাসনের গাফিলতিরও অভিযোগ করেন তারা।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কামাল-রণজিত (কে আর) মার্কেট হয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি চত্বরে এসে শেষ হয়।এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রদল সমর্থিত নেতাকর্মীরা।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছে, আর আওয়ামী লীগের দোসররা নির্বিঘ্নে অফিস করছে। প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এসব গণহত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছি। তাদের অতীতে কৃতকর্মের জন্য দায়ের আওতায় আনতে হবে। যতদিন পর্যন্ত তাদের বিচারের আওতায় আনা না হবে, ততদিন ছাত্রদল রাজপথে থাকবে, আন্দোলন চালিয়ে যাবে।’
বাকসু নির্বাচনের দাবিতে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্র ও রাজনীতির গুণগত পরিবর্তনে বিশ্বাসী। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলছি অবিলম্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ছাত্র সংসদ গঠন করে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।