ড্যাফোডিল ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী সম্মেলন

২৪ জুন ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৮:২৩ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল © টিডিসি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আওতাধীন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্টে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু।

সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য শীর্ষ নেতারা।

এসময় পদপ্রত্যাশী নেতাকর্মীদের কাছে থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন নেতাকর্মীরা। 

বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতা দিয়ে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকতে হবে।

সম্মেলনে ড্যাফোডিল ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভবিষ্যৎ কর্মপন্থা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।

ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পরিবেশবিধ্বংসী ইট!
  • ২৪ জানুয়ারি ২০২৬
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬