বাংলাদেশ পুলিশ © সংগৃহীত
পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়া কোনো ইউনিটপ্রধানের কর্মস্থল ত্যাগকে শৃঙ্খলাবহির্ভূত কাজ হিসেবে উল্লেখ করে নির্দেশনা জারি করা হয়েছে। সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গত ২০ জানুয়ারির ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা গেছে, কোনো কোনো ইউনিটপ্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টি শৃঙ্খলাপরিপন্থী উল্লেখ করে ছুটি অথবা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিটপ্রধানদের অবশ্যই পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পূর্বানুমতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র্যাবের মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) পুলিশের সব ইউনিটপ্রধান, সব রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি), দেশের মহানগর পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিটপ্রধানদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ কারণে ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছে পুলিশ সদর দপ্তর।