ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য

২৩ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ PM
আবদুল আজিজ

আবদুল আজিজ © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে চাকরিচ্যুত এক কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশ বলছে, ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে স্বজনদের দাবি, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করেছে।

নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ (৪৫)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার ওয়াহিদুরপাড়া গ্রামের আবদুল আলমের ছেলে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে পটিয়ার পথে রওনা দেন আজিজ। ট্রেনটি কুমিল্লার লালমাই রেলস্টেশন এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

আজিজের চাচাতো ভাই মো. রাজু বলেন, ‘আমরা নিশ্চিত, এটি দুর্ঘটনা নয়। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছে।’

তবে কুমিল্লার লাকসাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল ওয়ারেশ জানান, আজিজ ট্রেন থেকে পড়ে যান। এতে তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে যান। তবে কীভাবে পড়ে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এএসআই ওয়ারেশ বলেন, মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

গত বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে সাড়ে পাঁচ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। তাদের মধ্যে আজিজও ছিলেন। তাকে ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চাকরিচ্যুত করা হয়। তখন তিনি সিলেট জোনে দায়িত্ব পালন করছিলেন।

ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬
পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় আরেক শুটার গ্রেপ্তার 
  • ২৩ জানুয়ারি ২০২৬
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬