জবি ছাত্র অধিকার পরিষদ থেকে আরেক নেতার পদত্যাগ

পদত্যাগকারী নেতা জাহিদ হাসান হিমেল
পদত্যাগকারী নেতা জাহিদ হাসান হিমেল  © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা থেকে একের পর এক নেতা পদত্যাগ করছেন। সর্বশেষ আজ সোমবার (২৩ জুন)পদত্যাগ করেছেন সংগঠনটির তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান হিমেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের কথা জানান। 

ফেসবুক স্ট্যাটাসে হিমেল লিখেন, ‘ব্যক্তিগত কারণে আমি আমার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে সংগঠনের ন্যায়সংগত আন্দোলন ও লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি লিখেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ন্যায়সংগত আন্দোলন ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা রয়েছে। ভবিষ্যতেও থাকবে। তবে একান্ত ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আমি আজ থেকে আমার দায়িত্ব পদত্যাগ করছি।’

সংগঠনে নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মরণ করে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হিমেল। তিনি জানান, ভবিষ্যতে সংগঠনের প্রয়োজন হলে পাশে থাকার চেষ্টা করবেন।

পদত্যাগের পেছনে কারণ হিসেবে হিমেল উল্লেখ করেন, ‘পড়াশোনার চাপ বাড়ায় সংগঠনে ঠিকমতো সময় দিতে পারছি না। এ কারণেই পদত্যাগ করেছি।’

উল্লেখযোগ্যভাবে, এর আগেই গত ১৭ জুন মধ্যরাতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম একই ধরনের এক স্ট্যাটাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে জানা যায় তিনি নতুন ছাত্র সংগঠন 'আপ বাংলাদেশ'-এ যোগ দিয়েছেন।

এই ধারাবাহিক পদত্যাগে জবি শাখার ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থীদের মধ্যে।

এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি বলেন, ‘তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছে। সংগঠনে যদি ৫ জন থাকে আমরা সেই পাঁচজন নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করব। ছাত্র অধিকারে কাজ করতে হলে শিক্ষার্থীদের জন্যই কাজ করতে হবে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!