ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশ করবে ছাত্রদল, সম্পাদনা পরিষদ গঠন

১৮ জুন ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১২:৪৬ PM
সম্পাদনা পরিষদ গঠন

সম্পাদনা পরিষদ গঠন © সংগৃহীত

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে একটি ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ বুধবার (১৮ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো। বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান’ প্রতিপাদ্য করে প্রথম সংখ্যাটি একটি বিশেষ সংখ্যার রূপে প্রকাশিত হবে।

ত্রৈমাসিক এই ম্যাগাজিনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটি সম্পাদনা পরিষদ গঠন করা হয়েছে। এতে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সকে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন দলটির সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, হাসান আল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মো: আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, এবং হাবিবুর রহমান। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই সিদ্ধান্ত দিয়েছেন।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬