রুমিন ফারহানা © সংগৃহীত
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন ভোট চুরি করতে না পারে, তাই প্রত্যেককে তার কেন্দ্রের পাহাড়ায় থাকতে আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাচগাঁও গ্রামে নির্বাচনী জনসভার মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করার সময় এমন কথা বলেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগ হারিয়ে যাবে না।
রুমিন ফারহানা ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন ভোট চুরি করতে না পারে। তাই প্রত্যেককে তার কেন্দ্রের পাহাড়ায় থাকতে হবে। ভোটারদের একটি ভোটই তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ নিশ্চিত করবে। তিনি আরও বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোট হবে হাঁস মার্কায়।
রুমিন ফারহানা জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অবহেলিত জনপদগুলোর উন্নয়নে একটিবার সুযোগ চান। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে সরকারকে বাধ্য করবেন অবহেলিত জনপদগুলোর উন্নয়নের জন্য।