প্রশাসন নিরপেক্ষ না হলে যে কোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা

১৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ PM
বক্তব্য রাখছেন রুমিন ফারহানা

বক্তব্য রাখছেন রুমিন ফারহানা © সংগৃহীত

নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে বা কোনো ঘাটতি দেখা দিলে যে কোনো আসনে আবারও ‘৫ আগস্ট’ এর মতো গণ-অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি নির্বাচন আসছে। আমার আসনের ৫ লাখ ভোটারের প্রত্যেকেই ভোটকেন্দ্রে যাবেন এবং নিরাপদে, নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আশা করব পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি ভোটের পরিবেশ তৈরি করবে। আমরা চাই না কোনো দলের প্রার্থী বা কর্মীরা অন্য কাউকে ভয়ভীতি দেখাক।

প্রশাসনকে সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, আমি প্রশাসন ও সরকারকে অনুরোধ করব তারা যেন পুরোপুরি নিরপেক্ষ থাকে। যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি দেখা দেয়, তবে ৫ আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যে ৫ আগস্ট হয়েছিল, সেটি কিন্তু যেকোনো আসনেই হতে পারে। প্রশাসনকে অনুরোধ করব, আইনের ভেতরে থেকে কাজ করুন। কোনো প্রার্থীকে ‘ডান চোখ’ আর কাউকে ‘বাম চোখে’ দেখবেন না। আইন যেন সবার জন্য সমান হয়।

উল্লেখ্য, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এর আগে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রুমিন ফারহানার একটি সমাবেশ বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

সে সময় তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুমিন ফারহানা দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

নির্বাচনী মাঠের এই উত্তাপের মধ্যেই আজ প্রশাসনের প্রতি এমন হুঁশিয়ারি দিলেন এই স্বতন্ত্র প্রার্থী। সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

ইউএপিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষক বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ব্ল্যাকমেইলিং সহ্য করবে না ইউরোপ: ডেনিশ প্রধানমন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9