ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল উঁচিয়ে রুমিন ফারহানা

‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’

১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ PM
আঙ্গুল উঁচিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে উচ্চবাচ্য করছেন রুমিন ফারহানা

আঙ্গুল উঁচিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে উচ্চবাচ্য করছেন রুমিন ফারহানা © ভিভিও থেকে নেওয়া

আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না বলে ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সরাইল উপজেলার ইসলামপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন রুমির ফারহানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় রুমিন ফারহানার পক্ষে প্রচারণামূলক সমাবেশের আয়োজন করেন তার কর্মী-সমর্থকরা। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার পক্ষে জুয়েল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ওপর ক্ষিপ্ত হন রুমিন ফারহানা। এ সময় তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বুড়ো আঙ্গুল দেখান। রুমিন ফারহানার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন। 

জানা গেছে, দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কথা জানালে তার দিকে তেড়ে যান রুমিন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চবাচ্য করেন। এসময় রুমিন ফারহানাও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা ধরণের মন্তব্য করেন তিনি। 

ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্যে করে রুমিন ফারহানা বলেন, ‘আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না। সব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আপনি পারলে থামিয়ে দেন। আজকে আমি ভদ্রতার সাথে বলছি, নেক্সট টাইমে আমি ভদ্রতা করব না।

এ সময় তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, ‘আপনাদের এরকম দেখায়’। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তোলে বলে গেলাম, আপনি শুনছেন। ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময়, আপনি এখন যাদের কথায় চলতেছেন, তারা কানে ধরে... ওখানে থাকত। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার জানান, আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
  • ১৮ জানুয়ারি ২০২৬
আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৪ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে ইসি ভবন ঘেরাও ছাত্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9