পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা
বৃক্ষরোপণ করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা   © টিডিসি

‘সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে আয়োজন করে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি। 

আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি গাছ রোপণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আসাদুল ইসলাম, বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, সেক্রেটারি মোহাম্মদ আহমেদ আবদুল্লাহ, অফিস সম্পাদক সোহেল রানা, কলেজ শাখার সভাপতি মো. মাসুম বিল্লাহ, সেক্রেটারি রনি হাওলাদারসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরা।

আসাদুল ইসলাম বলেন, ‘পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিকেরই ভূমিকা থাকা উচিত। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে একটি টেকসই পরিবেশ গঠনের লক্ষ্যেই কাজ করছি।’

আরও পড়ুন: সবাই নিহত হননি, একজন জীবিত আছেন—জানালেন পুলিশ কমিশনার

বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ছাত্রশিবিরের প্রতিটি সদস্যকে অন্তত একটি গাছ রোপণ ও তার যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এ উদ্যোগ একদিন বড় পরিবর্তনের সূচনা করবে।

তিনি আরও জানান, শুধু পিসি কলেজ নয়, জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। জুন মাসব্যাপী এই কার্যক্রম চলবে বাগেরহাট জেলায়।


সর্বশেষ সংবাদ