বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ

৩১ মে ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৮:০১ AM
ছাত্রদলের বৃক্ষরোপণ

ছাত্রদলের বৃক্ষরোপণ © টিডিসি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা ছাত্রদল ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ স্লোগান সামনে রেখে শহরের নূর মসজিদ মোড়ের আইল্যান্ডে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছে।

আজ শনিবার (৩০ মে) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম।

বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা ওয়ালিদ হোসেন, জসিম মিনা, গাজী রিয়াজুল ইসলাম, বাহাউদ্দীন আহমেদ, তাজ আহমেদ, ইমন শেখ, কাজী তাসকিন, তানিম, আবদুল্লাহসহ অন্য নেতারা।

স্থানীয় শিক্ষক আবদুল আসাদ বলেন, ছাত্ররাজনীতিতে এখন ইতিবাচক পরিবর্তনের প্রয়োজন। পরিবেশ রক্ষার মতো গঠনমূলক কর্মসূচি আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে। ছাত্রদলের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তির শর্ত ও আসন সংখ্যা প্রকাশ

জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, ‘জিয়াউর রহমান কেবল একজন নেতা নন, তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক। তার আদর্শেই আমরা এগিয়ে যেতে চাই। গাছ লাগানো কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে চাই এবং জনগণের কাছে পৌঁছাতে চাই ইতিবাচক বার্তা নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে পাঁচ কোটি গাছ লাগাবেন। এরই অংশ হিসেবে জেলা ছাত্রদলের এ উদ্যোগ চলমান থাকবে।’

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয়। তার শাহাদাতবার্ষিকীতে আমরা শহরকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগ নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্রদলের এ সচেতনতামূলক কাজ ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিবেশবান্ধব সমাজ গঠনে উৎসাহিত করবে।’

উল্লেখ্য, কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা গাছগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে।

ট্যাগ: ছাত্রদল
সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিকাশ নগদ ও ব্যাংক—কোন মাধ্যমে কত লাখ পেলেন ব্যারিস্টার ফুয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
আজ আমি জিতে গেছি, কিন্তু হাদি ভাই নেই: শান্তা আক্তার
  • ০৮ জানুয়ারি ২০২৬
জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ইনকিলাব মঞ্চের সেই শান্তা জয়ী
  • ০৮ জানুয়ারি ২০২৬