ঢাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল, সম্পাদক আকাশ

মোজাম্মেল হক ও আকাশ আলী
মোজাম্মেল হক ও আকাশ আলী  © সংগৃহীত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক হিসেবে আকাশ আলী মনোনীত হয়েছেন।

শনিবার (৩ মে) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১তম কাউন্সিলে নতুন এ কমিটি ঘোষণা দেওয়া হয়। 

এ সময় কাউন্সিলে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ ও সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা।

সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় ও সভাপতি সাদেকুল ইসলাম সাদিকের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী।

কাউন্সিলে বক্তারা উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ ও শিক্ষা সংকোচনের ফলে সৃষ্ট নানাবিধ সংকট ও সমাধানের বিষয়ে আলোকপাত করেন এবং শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামকে অভিবাদন জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। এসব লড়াইয়ে সংগঠন হিসেবে আমরাও শিক্ষার্থীদের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সাথে ছিলাম। বিভিন্ন বিভাগে বাণিজ্যিক সান্ধ্যকোর্স বাতিলের আন্দোলন, ধর্ষণ-নিপিড়নবিরোধী আন্দোলন, গুজরাটের কসাই খ্যাত সাম্প্রদায়িক মোদির বাংলাদেশে আগমণের বিরুদ্ধে আন্দোলন, ডিজিটাল নিরাপত্তা আইন বিরোধী আন্দোলন, গণরুম-গেস্টরুমে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন বিষয়ে সংগঠন সোচ্চার ছিল। ২০২৪ সালের ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সংগঠন কর্মসূচিতে ভূমিকা রাখে। জাতীয় শিক্ষাক্রম বাতিল আন্দোলনে সংগঠনের ভূমিকা অনবদ্য।’

আরও পড়ুন: কুয়েটে অচলাবস্থা: শিক্ষক সমিতি সিদ্ধান্ত জানাবে কাল

তিনি আরও বলেন, ‘সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন, যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপান্তরিত হয় এতেও সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তোফাজ্জল হত্যাকাণ্ডের প্রতিবাদ, আছিয়ার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আন্দোলন, আদিবাসী শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদ, সীমান্ত হত্যা বন্ধের আন্দোলন গড়ে তুলতে সংগঠনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ভয়মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, শিক্ষার অধিকার ও মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তার কার্যকর ভূমিকা অব্যাহত রাখবে।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক উচ্চশিক্ষার সংকটের বিরুদ্ধে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ সংগ্রামের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

কমিটির সদস্য মতিয়ার রহমান, রাজেকুজ্জামান জুয়েল, আহমেদ আরাফ, আসাদুজ্জামান আসাদ, মো. ইহ্তেশাম মুহিব, ইয়াসির আরাফাত, তফসিরুল্লাহ, তাজবির আহমেদ ও হৃদয় হাওলাদার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence