পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনী-পুলিশের হামলা, আহত ৩৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:০২ PM

ছয় দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেছেন, এতে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বেলা পৌনে ১২ টায় সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে সমবেত হন। শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়েন। এতে সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় তাদের সঙ্গে যুক্ত হয় কুমিল্লা বিভিন্ন এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এদিকে অবরোধের খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ অবরোধ স্থলে আসে। এসময় পর্যন্ত মহাসড়কের দুই লেনে অন্তত ২০ কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থী শরীফ জানান, আমরা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলাম। এতে বিশাল যানজটের সৃষ্টি হয়। তখন তারা বলছিল আজকে ছেড়ে দেওয়ার জন্য। সেনাবাহিনী আমাদের তিন মিনিট সময় দিয়েছিল। তখন আমাদের প্রতিনিধিরাও চলে যাওয়ার জন্য বলেছিল। তখন কিছু পোলাপান অতি আবেগে ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া শুরু করছে সেনাবাহিনীকে। তখন সেনাবাহিনী ফাঁকাগুলি ও লাঠিচার্জ করেছে এবং কয়েকজনের মাথা ফেটে যায়। প্রায় শতাধিক আহত হয়েছেন।
আন্দোলনে নেতৃত্বদানকারী আল আমিন হোসেন হৃদয় জানান, আন্দোলনের এক পর্যায়ে ডিসিসহ অন্যরা এসেছিল। তখন আমরাও ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু অন্যান্য পলিটেকনিকের তারা ছাড়তে চাইছিল না। এসময় সেনাবাহিনী ফাঁকাগুলি ও লাঠিচার্জ করলে প্রায় ৩৫ থেকে ৪০ জন আহত হয়েছে। কেউ গুরুতর আহত না হলেও কয়েকজন কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন আছে। কুমিল্লা পলিটেকনিকের ১৭ জন, সার্ভে ইনস্টিটিউটের ১২ জনের মতো হবে। এছাড়া শিক্ষক আহত হয়েছে ২জন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জানান, পলিটেকনিকের শিক্ষার্থীরা কিছু দাবিতে আন্দোলন করেছিল। শিক্ষার্থী আহত হওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।