দু–এক দিনের মধ্যে বৈষম্যবিরোধীদের নতুন ছাত্রসংগঠন, ‘টপ ফোরে’ আলোচনায় যারা

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
কেন্দ্র ও ঢাবির ‘টপ ফোরে’ আলোচনায় যারা

কেন্দ্র ও ঢাবির ‘টপ ফোরে’ আলোচনায় যারা © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের উদ্যোগে দু–এক দিনের মধ্যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক সংগঠন। ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ শ্লোগানকে সামনে রেখেই আসছে এই ছাত্রসংগঠনটি। তবে সংগঠনের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে । 

সংশ্লিষ্টরা জানায়, নতুন রাজনৈতিক বাস্তবতা, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির কষাঘাত থেকে মুক্তি দিতে ছাত্রসংগঠনটি গঠিত হচ্ছে। ইতোমধ্যে দলটি তাদের ঘেষণাপত্র চূড়ান্ত করেছে। তবে সংগঠনটির নাম কি হবে এ নিয়ে এখনও দলের মধ্যে আলোচন চলমান। পাশাপাশি কয়েকটি শীর্ষ পদে নেতা নির্ধারণের বিষয় নিয়ে অভ্যন্তরে এখনও দরকষাকষি চলছে। ফলে দল ঘোষণায় কিছুটা বিলম্ব হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী একাধিক ছাত্রনেতার সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতোই নতুন ছাত্রসংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। ফলে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক নামের চারটি শীর্ষ পদ রাখা হবে। 

নতুন সংগঠনটির বৈশিষ্ট্য সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, সংগঠনটিতে বয়সের বাধ্যবাধকতা থাকবে। শিক্ষার্থীদের বয়সসীমা ২৮ বছর রাখা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও চাঁদার ভিত্তিতে সংগঠন পরিচালনার করা হবে বলে জানায় তারা৷ 

কেন্দ্রীয় শীর্ষ চার পদে আলোচনায় যারা 
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পদে আবু বাকের মজুমদারের নাম আলোচনায় রয়েছে। আবু বাকের মজুমদার বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান ও আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। জাহিদ আহসান ও তাহমিদ আল মুদ্দাসসির দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা যায়, কেন্দ্রীয় সদস্য সচিবের পদ নিয়ে অভ্যন্তর মহলে গত কয়েকদিন থেকে দরকষাকষি চলছে। তবে এখনও কোন সিদ্ধান্তে আসতে পারেনি তারা।  

কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক পদে আলোচনায় রয়েছেন জাহিদ আহসান ও তাহমিদ আল মুদ্দাসসির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আল আমিন সরকারসহ বেশ কয়েকজন। 

সূত্র বলছে, সংগঠনটির মুখপাত্র পদে নারী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ ফলে কেন্দ্রীয় কমিটির এই পদে আশরেফা খাতুন ও রাফিয়া রেহনুমা হৃদি নামের দুজন আলোচনায়। আশরেফা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী

ঢাবি কমিটির শীর্ষ চার পদে আলোচনায় কারা
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আবদুল কাদেরের নাম আলোচনায় রয়েছে। আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও  গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহির আলমের নাম আলোচনায় রয়েছে। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক পদে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব আল ইসলাম। মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় রাফিয়া রেহনুমা হৃদির নাম আলোচনায় রয়েছে। রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  

সার্বিক বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আমরা গণঅভ্যুত্থানের শক্তি সাধারণ ছাত্রদের দায়বদ্ধতা থেকে এই ছাত্রসংগঠন সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেনি। এই সংগঠন কোনো লেজুড়বৃত্তিক রাজনীতিতে যাবে না। এর পদে আসতে চাইলে তাকে বৈষম্যবিরোধী বা অন্য সংগঠন থেকে পদত্যাগ করে আসতে হবে। কেউ চব্বিশকে ধারণ করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে চাইলে তারা এই সংগঠনে যোগ দিবে পারবে। আমরা শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ নিয়ে সামনে এগিয়ে যাবো।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9