থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৫:২২ PM
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদলের নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং যথাযথ বিচারের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ‘ব্লকেড ও প্রতিবাদ’ কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা-সংলগ্ন এলাকায় মহাসড়কে অর্ধশতাধিক ছাত্রছাত্রী অবস্থান নেন। এ সময় তারা আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে প্রায় এক কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হচ্ছে।
এদিকে আন্দলোনকারীদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করছেন পুলিশ সদস্যরা। তবে বেলা একটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আন্দোলনকারীরা কর্মসূচি অব্যাহত রেখেছেন।
আরও পড়ুন: শহীদ শাহীকে মেডিকেলে পড়ানোর ইচ্ছা ছিল পরিবারের, অকালেই ঝরল স্বপ্ন
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, দুপুর ১২টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুরো হাইওয়ে সড়ক বন্ধ করে রেখেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে তাকে জোর করে থানাহাজত থেকে ছিনিয়ে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে রাতভর ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা তাকে আর ফেরত দেননি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ভারতের সঙ্গে ‘দেশ বিক্রির ৭ দফা’ চুক্তি, যা বলছেন সোহেল তাজ
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার সকালে তারা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেন।