গ্রেপ্তার দুই মাদক কারবারি © সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযানে বড় চালান জব্দ করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি মাইক্রোবাস থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি এলাকায় র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মৃত নূরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪০) ও একই এলাকার আবুল কাসেমের ছেলে মো. নূরুল আলম (৪০)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি দল মাঝিগাতি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল হক জানান, অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।