বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, ছাত্রদলের ৩ নেতা নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ PM
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছাত্রদলের ৩ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল নয়টার পর উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—সুনামগঞ্জের ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখছেদ মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) ও চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমান (২০) নিহত হন। তারা ছাতক পৌর ছাত্রদলের কর্মী।
আরও পড়ুন: রূপগঞ্জে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩
স্থানীয়রা জানিয়েছেন, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল কর্মী প্রাইভেটকারে জাফলং যাচ্ছিলেন। পথে বাঘেরসড়ক এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হন। চালকসহ তিনজন গুরুতর আহত হন।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকাল নয়টার পর আমরা ঘটনাস্থলে গিয়ে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পর আহত আরও একজন নিহত হয় বলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আমাদের নিশ্চিত করেছেন।