শ্রমিক হত্যার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

বিক্ষোভ সমাবেশের চিত্র
বিক্ষোভ সমাবেশের চিত্র  © টিডিসি ফটো

আশুলিয়ার টঙ্গাবাড়িতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে যৌথ বাহিনীর গুলিতে নিহত শ্রমিক কাউসার হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। তিনি বলেন, ‘মাস তিনেক আগে শুরু হওয়া গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি জীবন দিয়েছেন অন্তত ২৫ জন গার্মেন্ট শ্রমিক। ৯ দফা থেকে ১ দফায় ঠেকে আন্দোলন। সহস্রাধিক জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার খেদিয়ে যে সরকার গঠিত হলো, তারা যদি কাউসারের বেতন নিশ্চিত না করতে পারে, তাহলে শত সংস্কারের পাঁয়তারায় কোনো ফায়দা হবে না।’

সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি জুয়েল মিয়া তার বক্তব্যে বলেন, ‘ইউনুস সাহেব জগদ্বিখ্যাত অর্থনীতিবিদ হয়েও এত অল্প মজুরিতে শ্রমিকের যে নাভিশ্বাস উঠে জীবনযাপন করতে, তা বোঝেন না!’

ছাত্র ইউনিয়ন চারুকলা অনুষদ সংসদের সংগঠক ফাইজা ফাইরুজ রিমঝিম বলেন, ‘পাহাড়ে গুলি চললে আমরা সমতলে যেমন নিরাপদ নই, তেমনি শ্রমিকের উপর গুলি চলার মানে দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে নিরাপদ না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence