কেবল কোটা নয় দুর্নীতির বিরুদ্ধেও হয়েছিল ছাত্র আন্দোলন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী  © সংগৃহীত

শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, এ আন্দোলন কেবল সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য করা হয়নি বরং সাবেক সরকারের অনিয়ম-দুর্নীতিই এই আন্দোলনের মূল কারণ।এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরে এক মতবিনিময় সভায় কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

আরও পড়ুনঃ পরিচয় দেয়া ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না

কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানোর ওপরে জোর দিয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা। এসময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার ও শৃঙ্খলা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

কারা কর্মকর্তাদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, "কারাগারের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের মূল দায়িত্ব। ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন।“

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ কারা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মতবিনিময় সভায় নেন।

এ সময় কারা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!