বিএনপি © সংগৃহীত
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক তোজাকে বহিস্কার করেছে বিএনপি। পাশাপাশি একই অভিযোগে ইতোপূর্বে দল থেকে বহিস্কৃত ৫ নেতাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একাধিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তোজার বহিস্কারাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক তোজাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তোজাম্মেল হক তোজার সঙ্গে মানিকগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মীকে সংশ্লিষ্টতা না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য যশোর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে শরফুদ্দৌলা, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, শেরপুরের নকলা উপজেলা বিএনপির সদস্য মো. দেওয়ান গোলাম মামুন ও মো. রেজাউল করিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মোছা. মাসরেখা বানু চৌধুরী সীমাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিস্কার আদেশও প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।