ত্রয়োদশ জাতীয় নির্বাচন কঠিন পরীক্ষা : মির্জা ফখরুল

২০ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন আসছে। দেখা যাক কে কতটা ভোট পায়। সে জন্য আমরা ভোটের জন্য উন্মুখে আছি। আমরা নির্বাচন চাই। আমরা জনগণের কাছে যাব… জনগণ যদি আমাদের গ্রহণ করে আমরা আছি। আর যদি বাদ দেয় আমরা বিরোধী দলে থাকব… তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই?

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলে বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। গতকাল সোমবার ছিল জিয়াউর রহমানের জন্ম দিন। দিবস পালনে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে, এই দেশ কী লিবারেল ডেমোক্রেটদের হাতে থাকবে? নাকি আপনার উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে? আমাদের অবশ্যই সেই উদারপন্থি রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে।’

তিনি বলেন, ‘সে কারণেই আমাদের ৩১ দফা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে আট দফা দিয়েছে আবার নতুন করে… ফ্যামিলি কার্ড, ফার্মারস কার্ড এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করি, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, আমাদের মাতা বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে।’

‘ধর্মকে নয়, সিদা রাস্তায় রাজনীতি করেন’ মন্তব্য করে জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি যে, রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন। ধর্মকে ব্যবহার করে, মানুষকে বিভ্রান্ত করে, ভুল বুঝিয়ে নয়… দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে পারবে… চিন্তা করেন। তাহলে আর নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লেট সারেন্ডার করা, ঈমান আনা…এগুলো দরকার নাই নাকি। আমাদের এখানে অনেক উলামা আছেন তারা আবার বলতে পারবে।’

তিনি বলেন, ‘এরা হচ্ছে এই মুনাফিকি করে মানুষকে ভুল বুঝায়, ভ্রান্ত বুঝায় যে তারা এই সমস্ত করে…বরাবর। আজকে না পাকিস্তান যখন হয় ভারত বর্ষে যখন স্বাধীন হচ্ছে যখন যে যার লড়াই করছেন…মুসলমানদের আবাসের স্থল পাকিস্তানের জন্য তখন তাদের নেতা মাওলানা মওদুদি পাকিস্তান আন্দোলন করেননি, বিরোধিতা করেছেন। আজকে বলতে বাধ্য হচ্ছি এসব কথা কারণ তারা এই কথাগুলো আজকে বিভিন্নভাবে মিথ্যা প্রচার করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছেন প্রতিটি মানুষ। তারা বিরোধিতা করেছে…ঠিক না? আজকে প্রতি মানুষ যখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছে যে, বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে তা গ্রহন করবার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। তখন তারা আবার সেটা বিভ্রান্ত সৃষ্ট করছে ধর্মের নামে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কথা খুব পরিষ্কার। আমরা ধর্মে বিশ্বাস করি। আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি প্রথম কোরআন শরিফে কথা বলেছেন সংবিধানে…তিনি প্রথম সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়েছেন। তিনি প্রথম আল্লাহর ওপর অবিচল আস্থা বিশ্বাসের কথা বলেছেন। ঠিক না। আমরা সবসময় এইভাবেই দেশে কাজ করেছি।’

যারা নির্বাচন নিয়ে হুমকি-ধমকি দিয়েছে তাদের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘অনেকে নির্বাচন হবে কিনা, নির্বাচন করতে দেবো না কত কী বলেছিল।  ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের তিনটা ভোট নাই। তারা বড় গলায় বলে নির্বাচন হতে দেবো না। নির্বাচন হোক, দেখা যাবে কে কতটা ভোট পায়।’

প্রয়াত জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘একজন অনন্য নেতা ছিলেন তিনি.. তার নেতৃত্বে আলাদা একটা ভূখন্ড তৈরি হয়েছে এবং স্বাধীন একটা ভূখন্ড তিনি এই জাতিকে উপহার দিয়েছেন। কয়েক দিন আগে আমাদের আরেকজন নেত্রী নেতার সমস্ত জীবন দিয়ে আমাদের জন্য কাজ করে গেছেন আমাদের গণতন্ত্রে মুক্ত করেছেন, আমাদের পথ দেখিয়েছেন, সেই নেত্রীকে আমরা হারিয়েছি। এই দেশের কোটি মানুষ সেদিন সমবেত হয়েছিল ওই পার্লামেন্ট চত্বরে। আমাদের নেত্রী যিনি গৃহবধু ছিলেন তিনি বাইরে বেরিয়ে এসে জিয়াউর রহমানের সেই পতাকা আবার উপরে তুলে ধরেছেন।  এরপর তাদেরই উত্তরসূরী তারেক রহমান...তিনি সেই পতাকা তুলে ধরেছেন।’

‘সংস্কারে হ্যাঁ-এর পক্ষে বিএনপি’
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা যখন আন্দোলন করছিলাম তখনই আমরা এই রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা দিয়েছিলাম। প্রথমে ম্যাডাম দিয়েছিলেন ২০১৬ সালে ভিশন-২০৩০,  এরপরে আমাদের নেতা অন্যান্য দল বসে আলাপ করে ৩১ দফা দিয়েছেন তাই না। ৩১ দফা কী ছিলো, কি আছে? আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, সব  পত্রিকা-রেডি-টেলিভিশনে ও খুব প্রচার হচ্ছে। প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টা নেমে গেছেন প্রচারণায়… ভালো কথা। কিন্তু আমরা বলেছি, ২০২২ সালেই …. আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। এই সংস্কার নিয়ে আমাদেরকে প্রশ্ন করে অনেকে আপনারা সংস্কারের পক্ষে না বিপক্ষে। এটা তো আমারই সন্তান.. আমি তো তার জন্য প্রাণ দিতে পারি এই যে জিনিসগুলো সবসময় বিভ্রান্ত করার  চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাকে কেউ জিজ্ঞেস করে। আমি সোজাসোজি বলে এটা আমাদের ব্রেইন চাইল্ড।  সংস্কার যেটুকু হয়েছে সেখানে একমত হয়েছে সব রাজনৈতিক দলগুলো অবশ্যই সেটা হ্যাঁতে আছি। যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছো তারপরেও আমরা কিন্তু মেনে নিয়েছি। ঠিক আছে দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা মেনে নিয়েছি ঠিক আছে পরে পার্লামেন্টে রাখা যাবে।’

মির্জা ফখরুল বলেন,  ‘আজকে অর্কেস্ট্রার একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা আছে। বিএনপির কারণ বিএনপিটা সবচেয়ে বড় রাজনৈতিক দল। নির্বাচন হলে বিএনপি বিজয় হবে। হবে কি না? হবে। সেই কারণে বেশি দুষ্টামি কারা করছে যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা বেশি করে না এবং ওই সময় যে আপনারা ভাই বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের মনে করেছে। কতজনকে পাকিস্তান হানাদার বাহির হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে…এই হিসাব আমরা ভুলি নাই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও সহ-দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিংয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ বক্তব্য দেন।

টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9