ডালের বাটিতে ধাক্কার জেরে দু'ঘন্টা সংঘর্ষ চবি ছাত্রলীগের, আহত ২০

০৬ অক্টোবর ২০২৩, ০৫:২৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চবি ছাত্রলীগ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চবি ছাত্রলীগ © টিডিসি ফটো

এবার হোটেলে খাওয়ার সময় ডালের বাটি পড়ে যাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপের কর্মীরা। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এই সংঘর্ষ বাঁধে সিক্সটি নাইন ও বিজয় উপ-গ্রুপের একাংশের মধ্যে। 

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। পরে ২ ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। সময় দেশীয় অস্ত্র হাতে ইটপাটকেল ছুঁড়তে দেখা যায় নেতাকর্মীদের। পরে বিকেল ৫টার দিকে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানা যায়, জুমার নামাজ শেষ করে দু'পক্ষের কয়েকজন নেতাকর্মী ‘মায়ের দোয়া’ হোটেলে খাবার শেষে বের হওয়ার সময় সিক্সটি-নাইন গ্রুপের কর্মী আজমিরের ধাক্কায় টেবিলে থাকা ডালের বাটি পড়ে যায়। এ বিষয়টি নিয়ে বিজয় গ্রুপের কর্মী মাহিরের সঙ্গে আজমিরের কথা-কাটাকাটি হয়। এরপর দুই গ্রুপে উত্তেজনা ছড়ালে তা রূপ নেয় সংঘর্ষে। পরে এই সংঘর্ষ চলে ২ ঘন্টাব্যাপী। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিবাদমান পক্ষ দুইটি হচ্ছে সিক্সটি নাইন ও বিজয়। সিক্সটি নাইনের কর্মীরা সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের অনুসারী এবং বিজয়ের কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে নিজেদের পরিচয় দেন।

চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. মোহাম্মদ আবু তৈয়ব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনার পর ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে আশংকাজনক কেউ ছিলেন না।   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম বলেন, দুই পক্ষকেই শান্ত করে আমরা হলে ঢুকিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬