চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রদলের বিক্ষোভ মিছিল   © সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  চিকিৎসক ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

চবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ২টায় ষোলশহর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় মামুন উর রশিদ মামুন বলেন, আওয়ামী লীগ সরকারের সীমাহীন দূর্নীতি ও লুটপাটের ঘটনায় জনগণ অতীষ্ট। সরকারের লুটপাটের কারণে রাষ্ট্রীয় কোষাগার যখন প্রায় শূন্য তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই নতুন নতুন কৌশল করছে সরকার। তারই অংশ হিসেবে আইন আদালতকে ব্যবহারের মাধ্যমে বিরোধী মতের লোকদের নিপীড়ন করা হচ্ছে। 

আরও পড়ুন: যে সমীকরণে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল জিয়া পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও নতুন করে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। অন্যথায় রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহাদাত হোসেন, আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নকিব হোসাইন চৌধুরী, সাইফুল ইসলাম সায়েম, মো:হিসাম উদ্দিন, মিসবাহ উদ্দিন নাসিম, মোহাম্মদ হাসান, আসাদুল হাবিব, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব অহিদুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব আবু শাহাদাত মো: আদিল, কলা অনুষদের আহবায়ক ছালামত উল্লাহ সালাম, আব্দুর রব হলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য আতিকুর রহমান, মো: ইউসুফ, মো. সোয়াইব, মো. কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, ওমর ফারুখসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence