ছাত্র মৈত্রীর নেতৃত্বে আলো-সৃষ্টি

০১ নভেম্বর ২০২২, ০৩:২৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
অতুলন দাস আলো ও অদিতি আদৃতা সৃষ্টি

অতুলন দাস আলো ও অদিতি আদৃতা সৃষ্টি © ফাইল ছবি

অতুলন দাস আলোকে সভাপতি ও অদিতি আদৃতা সৃষ্টিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র মৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ছাত্র মৈত্রীর দু'দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলনের শেষ দিনের কাউন্সিল অধিবেশনে নির্বাচিত হন তারা। ৫৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরান নূর নিরব। এর আগে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জাতীয় ও দলীয় সংগীতে মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার মামুনূর রশীদ। এরপর টিএসসি অডিটরিয়ামে সম্মেলনের মূল আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সদস্য নূর আহমদ বকুল। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল। 

পরবর্তীতে ২য় অধিবেশনে সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের সম্মতিক্রমে অতুলন দাস আলোকে সভাপতি ও অদিতি আদৃতা সৃষ্টিকে সাধারণ সম্পাদক এবং ইমরান নূর নিরবকে সাংগঠনিক সম্পাক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। 

আগামী ১ বছরের জন্য নবনির্বাচিত কমিটির অনুমোদন প্রদান করেন বিদায়ী সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল। বিদায়ী সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা এমপি বলেন, মুক্তিযুদ্ধে চেতনা ও ৭২’র সংবিধানের নির্দেশনায় দেশ এগিয়ে নিতে হলে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্রগতিশীল অসাম্প্রদায়িক মূল্যবোধকে গতিশীল করে শিক্ষাঙ্গণে সাম্প্রদায়িক আপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage