পিএসজি ছেড়ে ম্যানসিটিতে যোগ দিচ্ছেন দোনারুম্মা!
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:৫১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৭ PM
পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা গত মৌসুমে ক্লাবের হয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন। কিন্তু সেই সাফল্যের পর থেকেই কোচ এনরিকের সঙ্গে তার সম্পর্ক যেন খানিকটা দূরত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও তাকে দলে ভেড়াতে চেয়েছিল, তবে শেষ মুহূর্তে তারা এই লড়াই থেকে সরে গেছে। বর্তমানে পিএসজিতে থাকলেও, সংবাদ বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর দাবি অনুযায়ী, দোনারুম্মা ইতোমধ্যেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে মৌখিকভাবে একমত হয়েছেন।
বর্তমানে ২৬ বছর বয়সী দোনারুম্মার পিএসজির সঙ্গে চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। কিন্তু নতুন চুক্তি নিয়ে কোনো অগ্রগতি না হওয়ায়, ফরাসি ক্লাবটি তার অনুরোধে সাড়া না দিয়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পিএসজি তার জন্য ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইছে।
পিএসজি এখন তাকে মূল দলের অংশ হিসেবে বিবেচনা করছে না। দোনারুম্মা আলাদা অনুশীলন করছেন এবং দলবদলের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তাই, তার পিএসজি ছাড়ার বিষয়টি শুধু সময়ের অপেক্ষা।
তবে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে হলে তাদের বর্তমান এক নম্বর গোলরক্ষক এডারসনকে ছাড়তে হবে। শোনা যাচ্ছে, ব্রাজিলিয়ান গোলরক্ষকের প্রতি আগ্রহ দেখিয়েছে তুরস্কের শীর্ষ ক্লাব গালাতাসারাই। সবকিছু ঠিকঠাক থাকলে, শিগগিরই দোনারুম্মার ম্যানচেস্টার সিটিতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।