যৌন নিপীড়ন মামলায় ১৫ বছরের শাস্তির ঝুঁকিতে হাকিমি

০২ আগস্ট ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৮:২৪ PM
আশরাফ হাকিমি

আশরাফ হাকিমি © সংগৃহীত

যৌন নিপীড়নের অভিযোগে বড় বিপাকে পড়েছেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। ২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবের এই ডিফেন্ডারের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আহ্বান জানিয়েছে দেশটির প্রসিকিউটররা।

অবশ্য বিচার শুরুর সিদ্ধান্ত এখন পর্যন্ত তদন্তকারী বিচারকের ওপর নির্ভর করছে। তার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ীই হাকিমিকে আনুষ্ঠানিকভাবে বিচারের মুখোমুখি করা হবে কি না, তা ঠিক হবে। অভিযোগ প্রমাণিত হলে এই তারকা ফুটবলারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে প্যারিসের বাসায় ২৪ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। অভিযোগকারীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে জানাশোনার পর তাকে নিজের বাসায় আমন্ত্রণ এবং গাড়ি পাঠিয়ে নিয়ে আসেন হাকিমি। এরপর সম্মতি ছাড়াই হাকিমি তাকে স্পর্শ করেন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হন। এ ঘটনায় একজন বন্ধুকে বার্তা পাঠিয়ে সহায়তা চান এবং পরদিন পুলিশকে অবহিত করেন তিনি।

একই বছরের ৩ মার্চ হাকিমিকে ফ্রান্সের ‘ফরমাল ইনভেস্টিগেশন’র আওতায় আনা হয়, যা মূলত অভিযোগ গঠনের প্রথম ধাপ। অবশ্য অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন মরক্কো তারকা। তার দাবি, পুরো ঘটনাটি পারস্পরিক সম্মতিতে ছিল।

হাকিমির আইনজীবী ফানি কোলিন বলছেন, ‘এই অনুরোধ প্রমাণের আলোকে সম্পূর্ণ অসঙ্গত ও অযৌক্তিক। তদন্তে অভিযোগকারীর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। আমরা বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা রেখেই সব আইনি পদক্ষেপ নেব।’ 

অন্যদিকে অভিযোগকারী নারীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পারডোর দাবি, প্রসিকিউশনের এই অনুরোধ তার মক্কেলের জন্য ‘অসাধারণ স্বস্তির’ এবং এটি বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে।

হাকিমির ক্লাব পিএসজি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করলেও ফুটবলারের পাশে আছে বলে জানিয়েছে। ক্লাবটির দাবি, বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা রাখছে তারা। 

ঢাবির বাসে সাত কলেজের হামলা, আহত ৭
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি জানাল বিএনপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৫ জানুয়ারি ২০২৬
অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত বিসিবির
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিপিএল ইস্যুতে জরুরি বৈঠকে বসছে বিসিবি
  • ১৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন ইস্যুতে বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9