বাংলাদেশের সঙ্গে যা করেছে, শ্রীলঙ্কার সঙ্গেও সেটা করতে চায় ভারত!

ভারত দল
ভারত দল   © সংগৃহীত

নিরাপত্তা ইস্যুতে কয়েকদিন আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল ভারত। এবার শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ খেলতে চাচ্ছে না ম্যান ইন ব্লু’রা। দেশটির একাধিক গণমাধ্যমের দাবি, সদ্য সমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পর এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

এদিকে মহাদেশীয় মেগা আসরের আগে কোচ গৌতম গম্ভীরও দলকে টানা বিশ্রামে রাখতে চাইছেন, যাতে কোনো ধরনের ইনজুরি সমস্যায় না পড়তে হয়।

বাংলাদেশের পরিবর্তে চলতি আগস্টের শেষদিকে শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। লঙ্কানদের সঙ্গে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল তাদের। তবে এই সিরিজও বাতিল করতে যাচ্ছে ম্যান ইন ব্ল’রা।

এদিকে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির। তবে তাদের নিয়ে বাড়ছে ভক্তদের আক্ষেপ। অস্ট্রেলিয়া সফরের আগে হয়তো এই দুই সিনিয়র ক্রিকেটারকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না। কেননা, এরই মধ্যে টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসর নিয়েছেন তারা। যে কারণে এবারের এশিয়া কাপে তাদের খেলার কোনো সুযোগ নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ না খেললে, এশিয়া কাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না ভারতের। যদিও এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন। এছাড়া ব্যক্তিগতভাবে নিজেকে ঝালিয়ে নেওয়ার কাজ করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!