আবারও জয়সওয়ালের আউটে আলোচনায় সৈকত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:১৩ PM

যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে আরও একবার সৃষ্টি হলো বিতর্ক। এবারও কেন্দ্রীয় চরিত্রে আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চলমান এজবাস্টন টেস্টের ঘটনা এটি।
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে শেষ বিকেলে ঘটনার সূত্রপাত। দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে ভারতীয় ওপেনার জয়সওয়ালকে আউট দেন সৈকত। তবে বিষয়টি মোটেই পছন্দ হয়নি তার। সতীর্থ লোকেশ রাহুলের সঙ্গে কিছুক্ষণ আলাপের পর রিভিউর সিদ্ধান্ত নেন জয়সওয়াল। নিয়ম অনুযায়ী, টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্তটি বিবেচনার জন্য পাঠিয়ে দেন অনফিল্ড আম্পায়ার সৈকত।
তখনই বাংলাদেশি আম্পায়ারের দিকে ছুটে যান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তার দাবি, রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত ১৫ সেকেন্ডের সময় পেরিয়ে গেছে। তাই রিভিউর সুযোগ নেই। তবে সৈকত জানান, নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ নিয়েছেন জয়সওয়াল। বিষয়টি নিয়ে সৈকতের তর্ক-বিতর্ক চলে স্টোকসের। আরেক আম্পায়ার ক্রিস গ্যাফেনিও সেখানে যোগ দেন।
রিপ্লে দেখে টিভি আম্পায়ার পল রাইফেল সিদ্ধান্ত নেন আউট ছিলেন জয়সওয়াল। অর্থাৎ সৈকতের সিদ্ধান্তই সঠিক। এতে একটি রিভিউ হারায় ভারত। এর আগে, প্রথম ইনিংসে ক্রিস ওকসের বলে জয়সওয়ালকে নটআউট দিয়েছিলেন সৈকত। পরে সেই সিদ্ধান্তই বহাল ছিল।
এরও আগে, ২০২৪ সালে ডিসেম্বরে বর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত জয়সওয়ালকে আউট দিলে, তা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। যদিও সৈকতের সিদ্ধান্তই সঠিক ছিল।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দুই ম্যাচে অনফিল্ডে দায়িত্ব পালন করবেন সৈকত। এজবাস্টন টেস্টে এখন পর্যন্ত ৭ বার সৈকতের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউর আবেদন হয়েছে। এর মধ্যে ব্রাইডন কার্সের বিপক্ষে মোহাম্মদ সিরাজের করা এলবিডব্লিউ'র নটআউট সিদ্ধান্ত বাদে আর একটিও বদলায়নি।