প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী। বুধবার (২১ জানুয়ারি) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
কোন জেলায় কতজন টিকলেন:
কক্সবাজার-৭১০, কিশোরগঞ্জ-১৩৯৬, কুড়িগ্রাম-২৪৬০, কুমিল্লা-২৫৬৪, কুষ্টিয়া-১১৭৪, খুলনা-১৪০৫, গাইবান্ধা-২২৯৫, গাজীপুর-৬৬৮, গোপালগঞ্জ-৮২০, চট্টগ্রাম-২৮০৭, চাঁদপুর-৬৭০, চাঁপাইনবাবগঞ্জ-৭৩২, চুয়াডাঙ্গা-৫৫৪, জয়পুরহাট-৩৯৮, জামালপুর-৬৯৭, ঝালকাঠি-৬০২, ঝিনাইদহ-৯২৮, টাঙ্গাইল-১০২৩, ঠাকুরগাঁও-১৫১২, ঢাকা-১৩০৯।
ফরিদপুর-৮৭৬, মাদারীপুর-৩৮১, মানিকগঞ্জ-৫২৯, মুন্সীগঞ্জ-৯২০, নারায়ণগঞ্জ-৭১১, নরসিংদী-৬৪৫, রাজবাড়ী-৪৩০, শরীয়তপুর-৬৪২, ফেনী-৪৯৯, ব্রাহ্মণবাড়িয়া-১২৯০, লক্ষ্মীপুর-৬৭৫, নোয়াখালী-১৩১১, রাজশাহী-৮৩৭, নাটোর-১০৪৩, নওগাঁ-১২৬৬, পাবনা-৭৬৪, বগুড়া-১৫৫০, সিরাজগঞ্জ-২১২৩।
বাগেরহাট-৯৩৮, সাতক্ষীরা-১০১৯, যশোর-১৪৬্ মাগুরা-৪৪৩, নড়াইল-৫২৩, মেহেরপুর-৪৮৯, রংপুর-২০১৯, লালমনিরহাট-১১৮৪, নীলফামারী-১১০৯, দিনাজপুর-২৪২১, পঞ্চগড়-১১১১, বরিশাল-১৮৭২, পটুয়াখালী-১৫৬৬, ভোলা-১২০০, পিরোজপুর-১২৬৩, বরগুনা-৯৯০, সিলেট-১১৮২, মৌলভীবাজার-১২২২, হবিগঞ্জ-১২০১, সুনামগঞ্জ-২০৬০, ময়মনসিংহ-১৩২৩, নেত্রকোনা-৮৯২, শেরপুর-৫৫৩।
জেলা ভিত্তিক ফল দেখুন এখানে