শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে কাল, নতুন পরিকল্পনার ইঙ্গিত দিলেন তানজিদ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪২ PM

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারানোর ধাক্কা এখনও তাড়া করছে বাংলাদেশ দলকে। সেই হতাশার পর এবার সামনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে, যা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচেই জয়ের বিকল্প নেই। তাই ব্যাটিং ধস থেকে বেরিয়ে আসার কৌশল নিয়ে এখন ব্যস্ত পুরো দল।
প্রথম ম্যাচে বাংলাদেশকে বিপর্যয়ের মুখে ফেলেছিলেন শ্রীলঙ্কার দুই স্পিনার—ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস। তাদের ঘূর্ণি জাদুর জবাবে ব্যাটাররা ছিলেন একেবারেই অসহায়। তবে দ্বিতীয় ওয়ানডের আগে সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে দল—এমনটাই জানালেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম।
আজ শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তানজিদ জানান, ব্যাটিং ধস রোধে কোচ ফিল সিমন্সের পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছেন তারা। সবচেয়ে গুরুত্ব পেয়েছে ‘সেট ব্যাটারের দায়িত্ব’ বিষয়টি।
তানজিদের ভাষায়, “প্রথম ম্যাচ হেরে আমরা লম্বা একটা টিম মিটিং করেছি। কোচ বলেছেন, যারা ব্যাটিংয়ে সেট হবে, তাদের ইনিংসটা যতটা সম্ভব লম্বা করতে হবে। কারণ এই উইকেটে নতুন ব্যাটারের জন্য শুরুটা খুব কঠিন। হাসারাঙ্গা ও কামিন্দু ওদের দলে টপ কোয়ালিটি স্পিনার। উইকেটে গিয়ে তাদের বিপক্ষে রান তোলা সহজ না।”
কোচ আরও পরামর্শ দিয়েছেন স্পিনারদের মুখোমুখি হওয়ার কৌশল নিয়ে। হাসারাঙ্গাকে বাঁহাতিরা বেশি খেলবে—এই পরিকল্পনার কথাও জানালেন তানজিদ।
তিনি বলেন, “আমাদের বলা হয়েছে, বাঁহাতি ব্যাটারদের হাসারাঙ্গাকে একটু বেশি খেলা উচিত। কারণ ওর লেগস্পিন বাঁহাতিদের জন্য ততটা ভয়ংকর নয়, যতটা ডানহাতিদের জন্য। ডানহাতিদের বিপক্ষেই তার বল বেশি কার্যকর।”
প্রথম ওয়ানডেতে ৭১ রানের জুটি গড়েছিলেন তানজিদ ও শান্ত। তাদের বিচ্ছেদের পরই ভেঙে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। সেই অভিজ্ঞতা থেকেই তানজিদ এবার আরও দায়িত্বশীল ইনিংসের কথা বলছেন। “আমি আর শান্ত যদি আরও ৫–১০ ওভার টিকে খেলতাম, তাহলে ম্যাচটা বের করে আনতে পারতাম। তখন পরের ব্যাটারদের জন্য কাজটা সহজ হতো। সামনের ম্যাচে আমরা বারবারই আলোচনা করছি—যারা সেট হবে, তারা যেন লম্বা ইনিংস খেলে আসে,” বলেন তিনি।
দ্বিতীয় ওয়ানডেতে হারলেই সিরিজ হার নিশ্চিত। তাই এই ম্যাচকে টিকে থাকার ম্যাচ হিসেবে দেখছেন তানজিদ। “আরও দুটি ম্যাচ বাকি থাকলেও কালকের ম্যাচটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, সিরিজ বাঁচাতে হলে এটাই আমাদের জিততেই হবে,” বলেন তিনি।