বিপিএল মাতাতে আসছে ‘নোয়াখালী রয়্যালস’
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৩:২৮ PM
বাংলাদেশের জনপ্রিয় শহরগুলোর একটি নোয়াখালী। অথচ এখনো পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই জেলার হয়ে কোনো দল অংশ নেয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আসন্ন ১১তম বিপিএলে নতুন দল হিসেবে অংশ নিতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস।
দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন জমা দিয়েছে শায়ান’স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে তারা ফ্র্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতি চেয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, “বিপিএলে অংশগ্রহণের পাশাপাশি আমরা নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহী। সকল নিয়মনীতি অনুসরণ করে আমরা বিপিএলের ১১তম আসরে অংশ নিতে চাই।”
তবে বিসিবির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বিপিএলের ১১তম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত আগেই ছিল। কারণ, সর্বশেষ আসরে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ ছিল ব্যাপক। বিশেষ করে, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগ ওঠে।
গত বছরের ৫ আগস্ট, বিপিএল ফ্র্যাঞ্চাইজি নীতিতে পরিবর্তন আনে বিসিবি। সর্বাধিক শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগের আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা ডমিনেটর্স ছিল না।
তাদের পরিবর্তে যোগ দেয় চিটাগং কিংস, ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। তবে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের বিরুদ্ধে আসর শেষে পারিশ্রমিকজনিত নানা অভিযোগ ওঠে।
বিশেষ করে, রাজশাহীর বিরুদ্ধে অভিযোগ ছিল সবচেয়ে গুরুতর। টুর্নামেন্টে ১০টি ম্যাচ খেলার পরও বিদেশি খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক পরিশোধ না করায়, তারা মাঠে নামতে অস্বীকৃতি জানায়। ফলে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল বিদেশি খেলোয়াড় ছাড়াই মাঠে নামে।
এ ঘটনার জেরে রাজশাহীর মালিককে আইনের আওতায় আনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অন্যদিকে, চিটাগং কিংসের খেলোয়াড়রাও অভিযোগ তুললেও, মালিকপক্ষ তা অস্বীকার করে।
সবশেষ ঘটনাপ্রবাহের আলোকে বিসিবি এবার ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে বেশি সতর্ক থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর মাঝেই ‘নোয়াখালী রয়্যালস’-এর আবেদন নতুন করে আলোচনায় এসেছে। ক্রিকেটপ্রেমী নোয়াখালীবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
এখন দেখার বিষয়, বিসিবি এই আবেদন গ্রহণ করে ‘নোয়াখালী রয়্যালস’-কে বিপিএলে জায়গা দেয় কি না।