সব জল্পনার অবসান, আল নাসরেই থাকছেন রোনালদো

২৬ জুন ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১০:১৫ AM
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি প্রো লিগের আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন পর্তুগিজ এই মহাতারকা।

চুক্তি নবায়নের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, একটি নতুন অধ্যায় শুরু হলো। একই অঙ্গীকার, একই স্বপ্ন। চলুন, ইতিহাস গড়ি।

এদিকে গত মে মাসে সিআর সেভেনের সঙ্গে নতুন চুক্তির ইচ্ছা প্রকাশ করেছিলেন আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর হিয়েরো। এজন্য অন্য ক্লাবগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতেও রাজি ছিলেন তিনি। অবশেষে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকাকে পেয়েই গেলেন তারা।

এর আগে, রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, মৌসুম শেষে আল নাসর ছাড়বেন সিআর সেভেন। আল-ফাতেহর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলেই এমন ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

২০২২ সালের ৩০ ডিসেম্বর তিন বছরের চুক্তিতে আল নাসরে পাড়ি জমান রোনালদো। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বেতনে (বছরে ২০০ মিলিয়ন ইউরো) ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির ক্লাবে যোগ দিয়ে সবাইকে অবাক করে দেন পর্তুগিজ এই সুপারস্টার। ২০২৫ সালের শেষদিকে তার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা আল-নাসরের। তবে এর আগেই চুক্তি বাড়ালেন রোনালদো।

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬