১০ হাজার মিলিঅ্যাম্প সক্ষমতার ফোন আনছে চীনা এই কোম্পানি

২৫ আগস্ট ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েলমি ১০ হাজার মিলিঅ্যাম্প সক্ষমতা সম্পন্ন ব্যাটারির ফোন আনচ্ছে  রিয়েলমি। এক সময় প্রশ্ন ছিল সাড়ে তিন হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি আদৌ ফোনে ব্যবহার করা যাবে কি না। সেই প্রশ্ন এখন পেরিয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্প আওয়ারের মাইলফলক। উত্তরটি নিয়ে এসেছে রিয়েলমি।

আগামী ২৭ অগাস্ট অনুষ্ঠিত রিয়েলমির বহুল প্রতীক্ষিত ৮২৮ বছরপূর্তি অনুষ্ঠানে এ প্রযুক্তিটি উন্মোচন হওয়ার কথা রয়েছে। রিয়েলমির ৮২৮ বছরপূর্তি অনুষ্ঠানটি ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ নামেও পরিচিত। এই ফেস্টিভালে দুই প্রযুক্তি আনছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এর মধ্যে অন্যতম হচ্ছে এই উচ্চক্ষমতার ব্যাটারি। কোম্পানিটির দাবি, ব্যবহারকারীদের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা দূর করতে ও নিরবচ্ছিন্ন শক্তিমত্তাকে নতুনভাবে প্রকাশ করতে নতুন প্রযুক্তির এ ব্যাটারি আনছে তারা।

রিয়েলমির মতে, ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি শতভাগ ফুলসিলিকন অ্যানোড প্রযুক্তিকে সমৃদ্ধ করবে, যা স্মার্টফোনের ইতিহাসে প্রথমবারের মতো ১২০০ ‘ওয়াট-আওয়ারস পার লিটার’ বা ডব্লিউএইচ/এল-এর মতো বিরল এনার্জি ডেনসিটি অর্জন করবে। এর মাধ্যমে স্লিম ডিজাইনের সঙ্গে ব্যাটারির সমন্বয় করা সম্ভব হবে, ফলে দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী ব্যাটারি ফোনে জুড়ে দিলেও এতে ফোনকে স্লিম চেহারায় রাখা সম্ভব হবে।

ব্যাটারি প্রযুক্তিতে রিয়েলমির নেতৃত্ব এবারই প্রথম নয়। গত কয়েক বছর ধরে এ খাতের মানদণ্ড নির্ধারণে ভূমিকা রাখছে ব্র্যান্ডটি। ২০২৪ সালে তিনশ ২০ ওয়াটের সুপারসনিক চার্জিং সিস্টেম নিয়ে এসেছে তারা, যা কেবল সাড়ে চার মিনিটেই চার হাজার চারশ ২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি শতভাগ চার্জ করতে পারে।


এদিকে, এ বছরের শুরুতে জিটি ৭ এ বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে একশ ২০ ওয়াটের ফাস্ট চার্জিং যোগ করেছে রিয়েলমি, যা উচ্চ সক্ষমতার ব্যাটারির সঙ্গে আলট্রা-ফাস্ট চার্জিং একীভূত করারই অংশ।এর তিন মাস আগে ব্যাটারি উদ্ভাবনের বিশেষজ্ঞ হিসেবে আটশ ৮৭ ডব্লিউএইচ/এল সমৃদ্ধ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ধারণার ফোন নিয়ে আসে ব্র্যান্ডটি। উচ্চ সক্ষমতার এ ব্যাটারি ছাড়াও বছরপূর্তি অনুষ্ঠানে আরও এক প্রযুক্তি নিয়ে আসছে রিয়েলমি। তবে, কোম্পানিটি এ নিয়ে অবলম্বন করছে অসম্ভব গোপনীয়তা।

সূত্র: প্রযুক্তি বিষয়ক সাইট জিএসএমঅ্যারিনা

আইসিসির সঙ্গে কী কথা হল, জানাল বিসিবি
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই’
  • ১৭ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9