এক ঘণ্টার চার্জে টানা দুই দিন চলে এই স্মার্টফোন

রিয়েলমি সি৭১
রিয়েলমি সি৭১  © সংগৃহীত

তরুণদের পছন্দের টেক ব্র্যান্ড রিয়েলমি এবার দেশের বাজারে এনেছে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন। ‘রিয়েলমি সি৭১’ মডেলের এই স্মার্টফোনের ব্যাটারি ৬ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের। যা এক ঘণ্টা চার্জ করলে ব্যবহার করা যায় টানা দুই দিন।

এ ছাড়া ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটিতে। ফলে ফোনের চার্জ দ্রুত শেষ হওয়া নিয়ে তেমন কোনো চিন্তা করতে হয় না।

বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।

প্রতিষ্ঠানটি বলছে, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম-নির্ভর ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে ফোনটিতে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। আইপি৬৪ রেটিংযুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা থাকায় ফোনটি হাত থেকে পড়ে গেলেও ভাঙে না বা পানিতে নষ্ট হয় না।

মডেলটিতে এআই নয়েজ রিডাকশন কল সুবিধা থাকায় ভিড়ের মধ্যেও স্বচ্ছন্দে কথা বলা যায় ফোনটিতে। এর পাশাপাশি ফোনটিতে জেমিনি চ্যাটবটসহ এআই ইমেজ ম্যাটিং, এআই ইরেজার ভিডিও এডিটিং সুবিধা থাকায় সহজেই ইন্টারনেটে তথ্য খোঁজার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও সম্পাদনা করা যায়।

রিয়েলমি সি৭১-এর পেছনে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে।

সংস্করণভেদে ৪ ও ৬ গিগাবাইট র‍্যামযুক্ত রিয়েলমি সি৭১-এর দাম যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ এবং ১৫ হাজার ৯৯৯ টাকা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence