সাফল্যে গাঁথা লালমনিরহাটের শিবরাম স্কুল, সুনাম অর্জনে প্রথম

১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ PM
সংলগ্ন শিবরাম আদর্শ পাবলিক স্কুল

সংলগ্ন শিবরাম আদর্শ পাবলিক স্কুল © সংগৃহীত

লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ের সার্কিট হাউস সংলগ্ন শিবরাম আদর্শ পাবলিক স্কুল এখন জেলার শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২০১৫ সালে পথচলা শুরু করা এই ব্যতিক্রমী বিদ্যালয়টি ক্যাডেট কলেজের আদলে পরিচালিত হচ্ছে বলে জানান প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্যাডেট কলেজে ভর্তির উপযোগী করে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম মূল লক্ষ্য।

সরেজমিনে দেখা যায়, এ বিদ্যালয়ের ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের হাতের লেখার ধরণ একই রকম। সবার লেখায় রয়েছে শৈল্পিক ছোঁয়া। বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে-লেখাকে দিন দিন এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা বরাবরই অভিভাবক ও পরিদর্শকদের বিস্মিত করছে।

মাতৃভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষায় বিশেষ গুরুত্বসহ স্ব-স্ব ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে এ বিদ্যালয়ে। চলতি শিক্ষাবর্ষে ৪২ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন সবক প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় প্রথম স্থানের তালিকায় যুক্ত হয়েছে শিবরাম আদর্শ পাবলিক স্কুল। এছাড়াও বেসরকারি বৃত্তি পরীক্ষায় লালমনিরহাট জেলায় শীর্ষ স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয় এ বিদ্যালয়। 

শুধু মাত্র লালমনিরহাট জেলার নয়, জেলার বাহিরে থেকেও এখানে পড়তে আসে অনেক শিক্ষার্থী। তাদের জন্য রয়েছে এখানে শিশু বান্ধব পরিবেশে আবাসিক ব্যসবস্থা। স্থানীয় শিক্ষার্থীরা প্রতিদিনের নিয়মিত পাঠদান শেষে বাসায় যায় ঠিকই, কিন্তু আবারও তারা পড়তে আসে বিকেল কিংবা সন্ধ্যা বেলায়৷ শিক্ষার্থীরা তাদের বাসায় নয়, আনন্দ আড্ডায় দিনভর পড়াশোনা করে এ স্কুলে।

এ বিদ্যালয়ে দূরের ছাত্রদের জন্য রয়েছে শিশুবান্ধব পরিবেশে আবাসিক ব্যবস্থা। মাতৃ ছায়ার পরশে থাকা খাওয়া সহ লেখাপড়ার গুরুভার দায়িত্ব নিয়ে থাকে এ বিদ্যালয়। বিগত বছর গুলোর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয় থেকে শতভাগ পাশসহ গড়ে ৯৯ ভাগ শিক্ষার্থী জিপিএ ৫ এবং বৃত্তি প্রাপ্ত হয়ে সাফল্যের শীর্ষ স্থান দখল করেছে। এছাড়াও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা ছিনিয়ে এনেছে প্রথম কিংবা দ্বিতীয় পুরষ্কার।

ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৬ জন সচিব,প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপ-পরিচালক, লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অনেকেই পরিদর্শন করেছেন বিদ্যালয়টি৷ বিদ্যালয়টির পরিচালককে শিক্ষা ক্ষেত্রে ব্যতিক্রমী আবদান রাখায় করেছেন বিশেষ সম্মানে ভূষিত। তাই খুব অল্প সময়ের মধ্যে এ বিদ্যাপীঠটির সুনাম ছড়িয়ে পরেছে পুরো জেলাজুড়ে।

বিদ্যাপীঠটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ জানান, প্রতিটি শিশু জ্ঞান-শৃঙ্খলা, আচার- আচরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় এবং মানবীয় গুণাবলীতে বেড়ে উঠে শুধু দেশে নয়, বিশ্ব সভ্যতায় যাতে অবদান রাখতে পারে সেই লক্ষ্যে এই বিদ্যালয়টি পরিচালনা হয়ে আসছে।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলাম বলেন, "শিবরাম আদর্শ পাবলিক স্কুল জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাদানের মাধ্যমে মানসম্মত শিক্ষার দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষার্থীদের হাতের লেখা, শৃঙ্খলা ও সমন্বিত শিক্ষা পদ্ধতি সত্যিই প্রশংসনীয়। এ বিদ্যালয়ের অগ্রযাত্রা লালমনিরহাটের শিক্ষা খাতকে আরও এগিয়ে নেবে।”

একসঙ্গে বিপিএল মাতাতে ছেলেকে তৈরির গল্প জানালেন মোহাম্মদ নবি
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফে গুলিতে শিশু আহতের প্রতিবাদে মানববন্ধন
  • ১২ জানুয়ারি ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় খালাস পেলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেবে বিএনপি’
  • ১২ জানুয়ারি ২০২৬
নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলাবে জিমেইলের নাম
  • ১২ জানুয়ারি ২০২৬
চার্জশিট গ্রহনের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, তিন আইনজীবী নিয়োগ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9