রাজধানীতে দ্যা স্কলারস ফোরামের বৃত্তি পরীক্ষা, অংশ নেয় স্কুল-মাদ্রাসার ৫ হাজার শিক্ষার্থী

২৪ অক্টোবর ২০২৫, ০৪:১৮ PM
রাজধানীর তা'মীরুল মিল্লাত কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

রাজধানীর তা'মীরুল মিল্লাত কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

বেসরকারী সংস্থা দ্যা স্কলারস ফোরাম ঢাকার” বৃত্তি পরীক্ষা'২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা। এতে অংশগ্রহণ করে স্কুল-মাদ্রাসার (৩য় থেকে ১০ম শ্রেণীর প্রায় ৫ হাজার শিক্ষার্থী।

জানা গেছে, রাজধানীর ৪টি কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলো হলো- তা'মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, এ.কে স্কুল এন্ড কলেজ, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে প্রায় ৩৫০ জন কক্ষ পরিদর্শক ও ৬০০ জনের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্ব-স্ব কেন্দ্র পরিচালক, সহকারী কেন্দ্র-পরিচালকসহ বিভাগীয় পরিচালকগণ।

এ সময় পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন এবং বর্তমান পরিচালক হেলাল উদ্দিন রুবেল। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পরিচালক আলাউদ্দিন আবির, এ্যাডভোকেট রিয়াজ  উদ্দিন, এ্যাডভোকেট শাফিউল আলম, আহমেদ হোসেন রাসেল, আব্দুল কাইয়ুম মজুমদার, বর্তমান সদস্য সচিব দেলোয়ার হোসেন রাসেল, নির্বাহী পরিচালক ইউসুফ সাবেরসহ ফোরামের অন্যান্য সদস্য।

আরও পড়ুন : পাঠ্যবইয়ে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার উদ্যোগ

সরেজমিনে দেখা যায়, এ.কে স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এ কেন্দ্রের পরিচালক আতিকুল ইসলাম বলেন, আমাদের বিভাগীয় পরিচালক, কক্ষ পরিদর্শক, সহকারী কক্ষ পরিদর্শক, স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

দ্যা স্কলারস ফোরামের পরিচালক হেলাল উদ্দিন রুবেল বলেন, রাজধানীর প্রায় আড়াই শতাধিক প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীদের সবার সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন  জানান, শিক্ষাক্ষেত্রে স্কলারস ফোরাম অনবদ্য ভুমিকা রাখছে। জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। আগামীদিনে সবাইকে স্কলারসের সাথে থাকার জন্য আহবান জানান তিনি।

উল্লেখ্য,  ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে।পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সংস্থাটির গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9