বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি © সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের উপর এবং বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হেলে পড়েছে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমন শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার বারশত ইউনিয়নের সুরমা পুকুরপাড় এলাকায় বখতেয়ার সড়ক ও বোয়ালিয়া-বারশত উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের খুঁটি হেলে পড়ে আছে। খুঁটিটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
এ অবস্থায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়ক ব্যবহার করছে সাধারণ যাত্রী ও গাড়িচালকরা। বিশেষ করে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী খুঁটির নিচ দিয়েই যাতায়াত করছে। স্কুলগেটের ঠিক সামনে খুঁটি হেলে পড়ায় খেলাধুলার সময়ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক মাস আগে খুঁটিটি হেলে পড়ে। এরপর থেকে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের একাধিকবার অবহিত করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আশঙ্কা করছেন, যে কোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটতে পারে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘প্রতিদিন স্কুলে আসতে ওই খুঁটির নিচ দিয়ে হাঁটতে হয়। খুঁটিটা এতটাই হেলে গেছে যে মনে হয় এখনই পড়ে যাবে। আমরা খুব ভয়ে থাকি।‘
আরেক শিক্ষার্থী তানভীর হোসেন জানান, ‘গেইটের একটু সামনেই রাস্তার বাঁকে খুঁটিটা। কোনো দিন যদি ভেঙে পড়ে তাহলে বড় দুর্ঘটনা ঘটবে। বিদ্যুৎ বিভাগ দ্রুত ব্যবস্থা নিক।‘
বোয়ালিয়া-বারশত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহাবউদ্দিন বলেন, ‘প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা ওই খুঁটির নিচ দিয়েই যাতায়াত করছে। খেলাধুলার সময়ও তারা সেখানে অবস্থান করে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। শিক্ষার্থী ও অভিভাবক সবাই আতঙ্কে রয়েছেন।‘
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক মো. মোরশেদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। ইতোমধ্যে টিম পাঠানো হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।‘