ফুটবল খেলতে গিয়ে মাঠে স্কুল ছাত্রের মৃত্যু

নিহত স্কুল ছাত্র আবু সাইদ
নিহত স্কুল ছাত্র আবু সাইদ  © টিডিসি

নেত্রকোনার কেন্দুয়ায় মাঠে ফুটবল খেলতে গিয়ে আবু সাইদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১১ আগস্ট)  সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পৌর সদরের ১ নং ওয়ার্ডের আদমপুর গ্রামের স্থানীয় মাঠে।

নিহত আবু সাইদ ঐ গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সায়মা শাহজাহান অ্যাকাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাইদ  আজ বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলতে যায়।পরে ৬ টার দিকে ফুটবলটি পাশের জমিতে পড়ে যায়।সেখান থেকে ফুটবলটি আনতে গিয়ে হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়ে। এলাকাবাসী পরে থাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালন কারি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ফুটবল খেলতে গিয়ে আবু সাইদ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু বিষয়টি পরিবার থেকে এখন পর্যন্ত কেউ অবহিত করে নাই। এই ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে। 


সর্বশেষ সংবাদ