টুঙ্গিপাড়ার ৬ বিদ্যালয় থেকে শেখ পরিবারের সদস্যদের নাম বাদ
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৬:২০ PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৬ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের সদস্যদের নাম পরিবর্তন করা হয়েছে। সেসব বিদ্যালয়ে ফুলের নামে নামকরণ করা হয়েছে।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.মঈনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই নাম পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন নামকরণের মাধ্যমে বিদ্যালয়গুলো এখন ফুলের নামে পরিচিত হবে।
যা শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি ও পরিবেশের প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি একটি ইতিবাচক শিক্ষা পরিবেশ গড়ে তুলবে চিঠিতে বলা হয়।
আরও পড়ুন: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে বড় পরিবর্তন
নাম পরিবর্তন হওয়া বিদ্যালয়গুলো হলো-
৭০ নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়>বকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়; ৪৯ নং গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়>কদম সরকারি প্রাথমিক বিদ্যালয়; ৫৯ নং শেখ কামাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়>গোলাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়; ৪৩ নং কুশলী শেখ মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয়> শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৪৮ নং কাজীপাড়া সরদারপাড়া এস. এম. মুসা প্রাথমিক বিদ্যালয়> বেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬৬ নং খান সাহেব শেখ মোশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়>টগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান বলেন, ‘নতুন নামকরণের সঙ্গে বিদ্যালয়গুলোর সাইনবোর্ড ও সরকারি নথিপত্র আপডেটের কাজ শেষ হয়েছে। অনলাইনে নাম পরিবর্তনের জন্য কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, যেগুলো দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। এলাকাবাসীরা চেয়েছিল তাদের গ্রামের নামে যেন স্কুলগুলোর নাম হয়। তবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী শেখ পরিবারের নামে বাদ দিয়ে স্কুলের নাম ফুলের নামে পরিবর্তন করেছি।’