২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে বড় পরিবর্তন

পরীক্ষা
পরীক্ষা  © সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক নতুন নম্বর বিভাজন প্রকাশ করেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন নিয়ম অনুযায়ী তিনটি বাদে সব বিষয়ের ওপর পূর্ণাঙ্গ ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রত্যেক বিষয়ের প্রশ্নপত্রে সৃজনশীল, সংক্ষিপ্ত উত্তর, বর্ণনামূলক ও বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে কত নম্বর বরাদ্দ থাকবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

১০০ নম্বরের আওতায় থাকবে যে-সব বিষয়:

বাংলা (প্রথম ও দ্বিতীয় পত্র), ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র), গণিত ও উচ্চতর গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইতিহাস ও, বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্ম শিক্ষা, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, চারু ও কারুকলা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড।

৫০ নম্বরের পরীক্ষা হবে তিনটি বিষয়ে:

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ক্যারিয়ার শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।

এই নতুন নিয়ম প্রথমবার কার্যকর হবে বর্তমানে নবম শ্রেণিতে পড়া শিক্ষার্থীদের জন্য। সংশ্লিষ্টদের মতে, এই পরিবর্তন শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা ও বিষয়ভিত্তিক গভীরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতাকে বহিষ্কার


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence