প্রাথমিকের তৃতীয় ধাপের ফল নিয়ে অসন্তোষ চাকরিপ্রার্থীদের

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার ফল প্রকাশিত হয়। এরপরই ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক চাকরিপ্রার্থী। নোয়াখালী এলাকা থেকে বেশি অভিযোগ এসেছে ‘মেঘনা সেট’ নিয়ে। সেটের পরীক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের অধিকাংশের নাম আসেনি।

জেলার কাউসার ইসলাম বাবু নামের এক পরীক্ষার্থী অভিযোগ করেন, ‘নোয়াখালী জেলার মেঘনা সেটে কারও রেজাল্ট আসেনি। এর আগে প্রিলির সময়ও এমন হয়েছে। রেজাল্ট পুনরায় মূল্যায়ন করার পর তা এসেছিল। ঠিক একই সমস্যা এখনো হয়েছে। তাই রেজাল্ট পুনর্মূল্যায়ন করা হোক।’

লক্ষ্মীপুর জেলায় মেঘনা সেটের মাকসুদুর রহমান এক পরীক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের মেঘনা সেটের কারও চূড়ান্ত রেজাল্ট আসেনি। এর আগে লিখিত পরীক্ষার রেজাল্টও প্রথমে আসেনি। পরে আমরা পুনরায় মূল্যায়ন করে প্রকাশ করলে আমাদের রেজাল্ট আসে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, রেজাল্ট পুনরায় মূল্যায়ন করার জন্য।’

অন্যদিকে চাঁদপুর জেলা থেকে কয়েকজন ‘মেঘনা সেট’ নিয়ে অভিযোগ করে বলেন, তাদের কারও ফল আসেনি। তবে দ্যা ডেইলি ক্যাম্পাস চাঁদপুর জেলায় মেঘনা সেটে উত্তীর্ণ হয়েছে এমন কয়েকটি ফল নিশ্চিত হয়েছে।

মিঠুন চন্দ্র শীল, রিজায় উদ্দিন সুমন, নাজমুল ইসলাম অন্তর নামের একাধিক প্রার্থী মেঘনা সেটে ফল এসেছে বলে জানিয়েছেন। তবে চট্টগ্রাম বিভাগের অনেক প্রার্থী মেঘনা সেটে ফল পায়নি বলে অভিযোগ করেছেন।

আরও পড়ুন: প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৩১

এ ছাড়া ঢাকা বিভাগের, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার একাধিক প্রার্থীও তাঁদের মেঘনা, সুরমা, যমুনা, পদ্মা সেট নিয়েও অভিযোগ করেছেন।

মাদারীপুরের শিবচর থেকে এক নারী প্রার্থী নাম প্রকাশ না করে দ্যা ডেইল ক্যাম্পাসকে বলেন, ‘লিখিত পরীক্ষাসহ মৌখিক পরীক্ষা অনেক ভালো দিয়েছিলাম। ভাইভার স্যারেরা যথেষ্ট সন্তুষ্ট ছিলেন আমার ওপর, কারণ তাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি সঠিক এবং সাবলীলভাবে দিয়েছিলাম। এ ছাড়া আমার সার্টিফিকেটেও ফুল মার্কস থাকে।’

তিনি আরো বলেন, ‘আমি একটি সুনামধন্য কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট-গ্রাজুয়েশন শেষ করেছি। আসলে এত ব্যাখ্যা দেওয়ার একটাই কারণ, আমি সব ভালো দেওয়ার পরও রেজাল্ট আসলো না, আমার সেট ছিল মেঘনা এবং আমার জানা মতে মেঘনা সেটের কারোরই রেজাল্ট আসেনি। তাই কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে বিষয়টি খতিয়ে দেখার।’

অন্যদিকে সুরমা সেটের অভিযোগ নিয়ে শাইখুল আলম শারবিক নামের একজন ফেসবুকে লেখেন, ‘আমি ঢাকা বিভাগ থেকে সুরমা সেটে বিজ্ঞান কোটা নিয়ে পরীক্ষা দিয়েছি, কিন্তু রেজাল্ট আসেনি। অনেকেই দেখলাম বলছে, ঢাকা বিভাগে সুরমা সেটের রেজাল্ট আসেনি। তারপর আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি ও মানিকগঞ্জের সুরমা সেট। মার্ক ছিল ৬৯। ওর রেজাল্ট আসছে। তাই ওকে বললাম, এডমিটের ছবি দিতে, যাতে অনেকের কনফিউশন দূর হয়। এখন দেখেন, যা ভালো বোঝেন।’

এ ছাড়া এর আগে লিখিত পরীক্ষায় যাদের ফল পুনর্মূল্যায়নের পরে এসেছে, তাদের একটি অংশ অভিযোগ করে বলে, আগের পরীক্ষার মতো এবারও তাদের ফলাফলে সমস্যা হয়েছে।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহাম্মদের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। মেসেজ দেওয়া হলেও জবাব পাওয়া যায়নি।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফারুক আলম অসুস্থতার কারণে ছুটিতে থাকায় বিষয়টি নিয়ে কিছু জানেন না বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন। সহকারী সচিব মো. হেমায়েত হোসেন হাওলাদারও মোবাইল ফোনের কল রিসিভ না করায় তার বক্তব্যও জানা সম্ভব হয়নি।

আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শুরু সোমবার, বুয়েট-মেডিকেলসহ অন্যগুলোর কবে

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে এবার তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত, মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। তবে তৃতীয় ধাপের লিখিত এবং মৌখিক পরীক্ষা হলেও দীর্ঘদিনে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। চার মাসের বেশি সময় অপেক্ষা করছেন তৃতীয় ধাপের ফল প্রত্যাশীরা।

এর আগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপের মতো দ্রুত সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য তারা তিন মন্ত্রণালয়ে আবেদনও করেছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence