ইরাসমাস স্কলারশিপ পেলেন ১৫১ বাংলাদেশি শিক্ষার্থী

সংবর্ধিত শিক্ষার্থীরা
সংবর্ধিত শিক্ষার্থীরা   © সংগৃহিত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন বাংলাদেশের ১৫১ শিক্ষার্থী। তারা এ স্কলারশিপের আওতায় ইউরোপের বিভিন্ন শহরের পছন্দসই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) এই শিক্ষার্থীদের জন্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন ও এই জোটের সদস্য দেশগুলো।

এই শিক্ষাবৃত্তি পাওয়া মোট শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ।

স্কলারশিপের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন শহরে তাদের পছন্দসই বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স, প্রকৌশল, জলবায়ু পরিবর্তন, জেন্ডার স্টাডিজ, সার্কুলার ইকোনমি, জনস্বাস্থ্য, জননীতি, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে মাস্টার্স করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: বাংলাদেশী তরুণ-তরুণীদের যুক্তরাষ্ট্রে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ

ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে ২০২১-২০২৭ মেয়াদে বরাদ্দ বাড়িয়ে ২৬ দশমিক ২ মিলিয়ন পাউন্ড করা হয়েছে।

বাংলাদেশে ইইউ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বরাদ্দের পরিমাণ বাড়ায় আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া সম্ভব হবে।

আজ সংবর্ধনা অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের চার্জ ডি অ্যাফেয়ার্স হ্যান্স ল্যামব্রেখট বলেন, ‘সারা বিশ্ব এবং বাংলাদেশে দক্ষতার চাহিদা বাড়ছে। ইরাসমাস স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশের জন্য অবদান রাখতে পেরে আমরা গর্বিত।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence