স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি

কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডন
কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডন  © সংগৃহীত

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত কুইন মেরি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ জুলাই।

পড়ুন স্নাতকে স্কলারশিপ দিচ্ছে কাতারের লুসাইল ইউনিভার্সিটি

‘ডিপমাইন্ড স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। টিউশন ফি বাবদ ২৭ হাজার ২৫০ পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩১ লক্ষ টাকা। এছাড়া জীবনযাত্রা ভাতা বাবদ ১৫ হাজার ৪৫০ পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা।

আবার ভ্রমণ ভাতা ও অন্যান্য ভাতা বাবদ প্রায় সাড়ে ৩ হাজার পাউন্ড প্রদান করা হবে। এক বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে। মোট ৪ জনকে এ স্কলারশিপ প্রদান করা হবে।

এ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, মেশিন লার্নিং ফর ভিজ্যুয়াল ডেটা অ্যানালিটিক্স এবং কম্পিউটার গেমস নিয়ে পড়াশোনা করতে পারবেন।

কুইন মেরি ইউনিভার্সিটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি ফেডারেল ইউনিভার্সিটি অফ লন্ডনের সদস্য প্রতিষ্ঠান। ১৭৮৫ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন মালয় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে টিউশন ফি ও আবাসন সুবিধা

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। টিউশন ফি বাবদ ২৭ হাজার ২৫০ পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩১ লক্ষ টাকা।
* জীবনযাত্রা ভাতা বাবদ ১৫ হাজার ৪৫০ পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা।
* ভ্রমণ ভাতা বাবদ ২ হাজার পাউন্ড প্রদান করা হবে।
* এককালীন সরঞ্জাম অনুদান বাবদ দেড় হাজার পাউন্ড প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* বিশ্ববিদ্যালয়টিতে উপরোক্ত বিষয়গুলোতে ভর্তির অফার লেটার পেতে হবে।
* ৫০০ শব্দের বিবৃতি।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৯২ পেতে হবে।
* সিভি।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফরম পেতে ক্লিক করুন এখানে। ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন ioc@qmul.ac.uk -এ ঠিকানায়। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ