ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়

০৭ জানুয়ারি ২০২২, ০৮:৪০ AM
গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)

গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য সবারই উত্তর আমেরিকা, ইউরোপ কিংবা অস্ট্রেলিয়ায় যাওয়ার স্বপ্ন থাকে। কিন্তু এসব দেশগুলোর সাথে শিক্ষা ও গবেষণায় তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। প্রযুক্তিগতভাবে বিশ্বের প্রায় সব দেশই এ দক্ষিণ কোরিয়াকে অনুকরণ করে থাকে। উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের জন্যেও রয়েছে নানান সুযোগ-সুবিধা। খুব সহজেই স্কলারশিপ পাওয়া যায়। যার ফলে কোনো চাকরি খুজতে হয়না।

স্নাতকে তেমনি একটি স্কলারশিপ দিচ্ছে গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি।

‘জিআইএসটি আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের কোনো ধরনের টিউশন ফি লাগবে না। এছাড়াও মাসিক উপবৃত্তি, ভ্রমণ ভাতা ও স্বাস্থ্যবীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। স্নাতকের সময়সীমা ৪ বছর।

পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অ্যাস্টন বিশ্ববিদ্যালয়

এ স্কলারশিপের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্থ সায়েন্স, এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি লাইফ সায়েন্স, ফিজিক্স, ফটোনিক্স, কেমিস্ট্রি, বায়োমেডিকেল সায়েন্স, ন্যানোবিও মেটেরিয়ালস এবং ইন্টিগ্রেটেড টেকনোলজিতে অধ্যয়ন করা যাবে।

গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) দক্ষিণ কোরিয়ার গোয়াংজু প্রদেশে অবস্থিত। এটি ১৯৯৩ সালে দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* স্টুডেন্ট ভাতা বাবদ প্রতি মাসে ১ লক্ষ ৩০ হাজার ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ হাজার টাকা।
* খাবার ভাতা বাবদ প্রতি মাসে ২ লক্ষ ৭০ হাজার ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২০ হাজার টাকা।
* আন্তর্জাতিক ভাতা বাবদ প্রতি মাসে ১ লক্ষ ৩০ হাজার ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ হাজার টাকা।
* ২ লক্ষ ওন এককালীন ভাতা দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার টাকা।
* বিমানে একবার যাওয়ার খরচ।

যোগ্যতার মানদণ্ড:

* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ স্কোর তুলতে হবে।
* আবেদনকারী শিক্ষার্থীর আগে কখনো অন্য কোনো কোরিয়ান ইনস্টিটিউট বা স্কুলে ভর্তি/নথিভুক্ত হওয়া যাবে না।
* এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য কোন জিআরই বা এসএটি এর প্রয়োজন নেই।

প্রয়োজনীয় নথি:

* অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
* উচ্চ মাধ্যমিকের সনদ।
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* একটি রিকমেন্ডেশন লেটার।
* পাসপোর্ট।
* ইংরেজি দক্ষতা সনদ।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* ব্যক্তিগত বিবৃতি (এসওপি)।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন

ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9