অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ

২৪ নভেম্বর ২০২১, ০৭:৫২ PM
অস্ট্রেলিয়ার লিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ

অস্ট্রেলিয়ার লিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ © ফাইল ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি। বৃত্তিটির আওতায় স্নাতক ও স্নাতকোত্তরে ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদেন করতে পারবেন।

অস্ট্রোলিয়ার মেলবোর্নে ১৯০৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পূর্বে এটি একটি কারিগরি কলেজ ছিল। পরে এটি বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হয়। পাবলিক রিসার্স-এ বিশ্ববিদ্যালয়টি কিউএস র‌্যাংকিংয়ে বিশ্বে ৩২তম ইউনিভার্সিটি।

সুযোগ-সুবিধাসমূহ

১) যেকোন দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
২) প্রতিবছর শিক্ষার্থীদের ২ হাজার ৫০০ ডলার প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমান ১ লাক পঞ্চান্ন হাজারেও বেশি।
৩) স্নাতকের শিক্ষার্থীরা চার বছরে পাবেন ৬ লাখের অধিক টাকা।
৪) স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের শতকরা ৭৫ ভাগ টিউশন ফ্রি মওকুফ করা হবে

যোগ্যতা

১) অস্ট্রোলিয়া ও নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা আবেদনের করতে পাবেন না।
২) এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদনের যোগ্য নন।
৩) মাধ্যমিক,উচ্চমাধ্যমিকসহ একাডেমিকে ভালো ফলাফল ধারী হতে হবে।
৪) ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২১।

বরগুনায় ডিসি অফিসে ঢুকে রেঞ্চ দিয়ে হামলা, যুবক আটক
  • ২৫ জানুয়ারি ২০২৬
স্কুলে স্কুলে পুনঃভর্তি ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট আ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিপিএলে রান কম হওয়ায় যে যুক্তি বিসিবির
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিল্পকলা একাডেমিতে ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কী করবেন ক্রিকেটাররা?
  • ২৫ জানুয়ারি ২০২৬