স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুরের নানিয়াং ইউনিভার্সিটি

০৬ নভেম্বর ২০২১, ১২:০৭ PM
নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি

নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ)। এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে।

মেধা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন শিক্ষার্থীদের এ স্কলারশিপের জন্য প্রাধান্য দেয়া হয়। এ স্কলারশিপের আওতায় কোনো ধরনের টিউশন ফি লাগবে না। এছাড়াও জীবনযাত্রা ভাতা, ভ্রমণ ভাতা, কম্পিউটার ভাতা ও আবাসন ভাতা সহ নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে।

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
* প্রতি শিক্ষাবর্ষে জীবনযাত্রার ভাতা বাবদ ৬ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪ লক্ষ ১২ হাজার টাকা।
* আবাসন ভাতা বাবদ প্রতি বছর ২ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ লক্ষ ২৭ হাজার টাকা।
* একটি বিদেশি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ৫ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায়৩ লক্ষ ১৭ হাজার টাকা।
* কম্পিউটার ভাতা বাবদ ১ হাজার ৭৫০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে।

যোগ্যতা:

* সকল জাতীয়তার জন্য উন্মুক্ত।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে। জিপিএ ৫ এর মধ্যে ৩.৫ পেতে হবে।
* সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রাধান্য দেয়া হবে।
* শক্তিশালী নেতৃত্বের গুণাবলী।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগ ইন করুন।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

শিল্পকলা একাডেমিতে ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কী করবেন ক্রিকেটাররা?
  • ২৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন নিয়ে মাউশির জর…
  • ২৫ জানুয়ারি ২০২৬
দেশের উচ্চশিক্ষা পদ্ধতির ভবিষ্যৎ নিয়ে জরিপ করছে জাতীয় বিশ্ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, নেপথ্যে যা যা ঘটল
  • ২৫ জানুয়ারি ২০২৬