স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুরের নানিয়াং ইউনিভার্সিটি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০৭ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২১, ১২:৩৩ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ)। এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে।
মেধা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন শিক্ষার্থীদের এ স্কলারশিপের জন্য প্রাধান্য দেয়া হয়। এ স্কলারশিপের আওতায় কোনো ধরনের টিউশন ফি লাগবে না। এছাড়াও জীবনযাত্রা ভাতা, ভ্রমণ ভাতা, কম্পিউটার ভাতা ও আবাসন ভাতা সহ নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে।
সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
* প্রতি শিক্ষাবর্ষে জীবনযাত্রার ভাতা বাবদ ৬ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪ লক্ষ ১২ হাজার টাকা।
* আবাসন ভাতা বাবদ প্রতি বছর ২ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ লক্ষ ২৭ হাজার টাকা।
* একটি বিদেশি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ৫ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায়৩ লক্ষ ১৭ হাজার টাকা।
* কম্পিউটার ভাতা বাবদ ১ হাজার ৭৫০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে।
যোগ্যতা:
* সকল জাতীয়তার জন্য উন্মুক্ত।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে। জিপিএ ৫ এর মধ্যে ৩.৫ পেতে হবে।
* সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রাধান্য দেয়া হবে।
* শক্তিশালী নেতৃত্বের গুণাবলী।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগ ইন করুন।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।